ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা

রাজশাহীর প্রাণ কেন্দ্র শাহ ডাইং কনভেনশন হল রুমে শেষ হলো চাকরি মেলা । ব্যপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে , এই চাকরির মেলায় ।হাজার , হাজার ছাত্র , ছাত্রীদের ব্যপক উপস্থিত হতে দেখা যায়। সকাল ১০ টা থেকেই শুরু হয় এই মেলা  চলে বিকেল ৫ টা পর্যন্ত।  ছাত্র,  ছাত্রীদের রেজিষ্ট্রেশন করে , নির্ধারিত কোম্পানির আবেদন ফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে । পরে আবেদন ফ্রম যাচাই, বাছাই করে  প্রার্থীদের কোম্পানির অফিসে ঢেকে নেয়া হবে এবং চুড়ান্ত মনোনয়নপত্র দেয়া হবে । প্রায় ১০০ কাছাকাছি বিভিন্ন ধরনের কোম্পানির ছোট , বড় ষ্টল ছিল এই আয়োজনে । একসাথে সকল কোম্পানির ষ্টল একই স্থানে পেয়ে চাকরি প্রার্থীদের ও অনেক সুবিধা হয় । তারা সহজেই বেছে নিতে পারছেন তাদের পছন্দের চাকরি । এ যেন  এই মহা মিলন মেলায় পরিনত হয় পুরো মিলোনায়তন । এই  সুযোগে যেন , সকলের সাথে অনেক দিন পর একসাথে হতে পেরে একটু কুশল বিনিময়ও হলো।

রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা