সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বিপিএল
সিলেট
পর্ব দিয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু
সেটা আর এখন হচ্ছে না। অন্যবারের মতো ঢাকা পর্ব দিয়েই শুরু হবে দ্বাদশতম বিপিএল।বছরের
শেষ সময়টা সিলেট পর্যটন মৌসুম হওয়ায় পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না। তাই আগামী ২৬
ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে।গভর্নিং
কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা
মিরপুরেই টুর্নামেন্ট শুরু করব। তাই ২০১৭ সালের পর বিপিএলের কোনো মৌসুম মিরপুরের পরিবর্তে সিলেটে
শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল। এতে
করে বিপিএলের শুরু এক সপ্তাহ পেছানোর পাশপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী
২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হওয়ার পর এক দিন বিরতি থাকবে বিপিএলে।
এরপর ২৯ ও ৩০ ডিসেম্বর আবার হবে। আগামী ৩ জানুয়ারি
শুরু হবে সিলেট পর্ব।
এনএম/ধ্রুবকন্ঠ