বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই : হাসনাত আব্দুল্লাহ
নারায়ণগঞ্জ-৪
(ফতুল্লা) আসনে
‘হ্যাঁ’ ভোটের পক্ষে
প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক
হাসনাত আব্দুল্লাহ। তিনি
বলেন, “আল আমিন
আপনাদেরই সন্তান। তাকে সফল করার
দায়িত্ব আপনাদের। তারুণ্যের প্রথম
ভোট হোক ‘হ্যাঁ’।“আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার এস বি গার্মেন্টসের বিপরীত পাশে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।হাসনাত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি বাংলাদেশের পরিবর্তন চান না? তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশই আমাদের লক্ষ্য। এমন রাষ্ট্র আমরা চাই না, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।‘এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। দুইজনে মিলে এলাকাজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান। কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরাও অংশ নেন।স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়েই পরিবর্তনের রাজনীতি এগিয়ে নিতে চায় এনসিপি।এজন্য আগামী ভোটে
‘হ্যাঁ’ ভোট দিয়ে
নতুন ধারার সূচনায়
ভূমিকা রাখার আহ্বান
জানানো হয়।
এনএম/ধ্রুবকন্ঠ