ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিপিএল গোনার টাইম নাই, মাথায় শুধু আইপিএল- সিলেট উপদেষ্টা

মানে-ভাড়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিগ বিপিএল। টুর্নামেন্টটিকে খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির এই ফ্র্যাঞ্চাইজি লিগকেই নাকি ‘গোনার টাইম নাই’ সিলেট টাইটানসের উপদেষ্টার। সিলেটে রংপুর রাইডার্স-চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ চলাকালীন সময় এমনটা জানিয়েছেন ফাহিম আল চৌধুরী।সিলেটের উপদেষ্টা বলেছেন, ‘আমি স্যরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি।’সিলেট শেষ চারে গেলে ভালো বিদেশি ক্রিকেটার নিয়ে আসবেন বলেও জানিয়েছেন ফাহিম। বিদেশিদের নেওয়ার জন্য দলটির কর্ণধার ক্রিকেট উইথ সামির সামিকে ব্ল্যাংক চেক দেওয়ার কথা জানান তিনি।ফাহিম বলেছেন, ‘যদি কোনো রকম সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি। পাকিস্তান, ভারত হোক আমি প্লেয়ার নিয়ে আসব। আমি সামিকে ব্ল্যাংক চেক দিয়ে দেবব। বিপিএলে কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।’এবারের বিপিএলে সিলেটের হয়ে খেলবেন মঈন আলী। ইংল্যান্ডের সাবেক বাঁহাতি ব্যাটারের আরেক পরিচয় সিলেটের জামাই তিনি। তার স্ত্রী ফিরোজা হোসেনের বাবার বাড়ি সিলেটে। স্বাধীনতার পর এম হোসেন ইংল্যান্ডে পাড়ি জমান।সেই মঈনকে নেওয়ার বিষয়ে ফাহিম বলেছেন, ‘মঈন হচ্ছে সিলেটের জামাই। আর শ্বশুরবাড়ি থেকে যখন ডাক দেওয়া হয় তখন তো আর না করার উপায় নেই। সেদিক থেকেই তাকে নেওয়া হয়েছে। আর সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটানস আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটা দায়িত্ব পেয়ে আমি অনেক গর্বিত।’ সেই মঈনকে নেওয়ার বিষয়ে ফাহিম বলেছেন, ‘মঈন হচ্ছে সিলেটের জামাই। আর শ্বশুরবাড়ি থেকে যখন ডাক দেওয়া হয় তখন তো আর না করার উপায় নেই। সেদিক থেকেই তাকে নেওয়া হয়েছে। আর সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটানস আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটা দায়িত্ব পেয়ে আমি অনেক গর্বিত।’ এমএইছ/ধ্রুবকন্ঠ

বিপিএল গোনার টাইম নাই, মাথায় শুধু আইপিএল- সিলেট উপদেষ্টা