নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মন্তব্য করেছেন নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে যেতে দেওয়া হবে না।সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেপালকে বাংলাদেশে পরিণত করার ধারণার প্রতি তীব্র বিরোধিতা প্রকাশ করেন কার্কি। বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলো ও জেন-জি তরুণদের ক্রমাগত চাপেরও সমালোচনা করেন। কার্কি বলেন, ‘রাজনৈতিক দলগুলো এবং তথাকথিত জেন-জি তরুণদের কাছ থেকে প্রতিনিয়ত সমালোচনা ও গালাগাল সহ্য করতে হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, তারা প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে। তিনি জানান, বিভিন্ন মহল থেকে অব্যাহত মৌখিক আক্রমণের মুখে পড়লেও তার সরকার ধৈর্য ধরে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে।তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো আমাদের কঠোরভাবে সমালোচনা করে। কেউ কেউ প্রতিদিনই সরকার ছাড়ার হুমকি দেয়।“জেন-জি তরুণরাও বলে, ‘আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো।’ কিন্তু ছাড়ার মানে কী?” কার্কি আরো বলেন, “কিন্তু যেদিনই আমরা ছেড়ে দিই, তারা পরদিনই আমাদের অপমান করে। তারা বলে, ‘তোমাদের সুযোগ ছিল, এখন তোমরা চলে যাচ্ছ।’ নিজদের দোলকের মতো মনে হচ্ছে।”তিনি বলেন, ‘প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণের প্রত্যেকে আলাদা আলাদা কাজের দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না।’তার সরকার নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হতে দিতে চায় না বলেও তিনি জানান।কার্কি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপালকে আমরা বাংলাদেশে পরিণত হতে দেব না। আমরা বাংলাদেশ হতে চাই না।’ সূত্র : হেডলাইন নেপাল এনএম/ধ্রুবকন্ঠ