ক্ষমতায় গেলে প্রথম দিকে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র
এখনো চলছে।আজ সোমবার (৮
ডিসেম্বর) বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি
এ অভিযোগ করেন।তিনি বলেন,
দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।
মুখে নানা কথা বললেও বিএনপি ছাড়া আর কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে
মন্তব্য করেন তিনি।এছাড়া
আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, তার পক্ষে কাজ করতে
নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। বলেন, দল ও দেশের জন্য ব্যক্তিগত স্বার্থ
বাদ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তারেক
রহমান আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিকে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড
দেয়া এবং ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে। নতুন করে আবারো
খাল খনন কর্মসূচি হাতে নেয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। উল্লেখ্য, আগামী
নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় ৭ ডিসেম্বর।
কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্রদলের
জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকেলে
সমাপণী অধিবেশনে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি
যুক্ত হন। সেখানেই বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ গড়বে সে পরিকল্পনা তিনি তুলে
ধরেন।
এনএম/ধ্রুবকন্ঠ