ফরিদপুর-১ আসনে বিএনপির নতুন প্রার্থী ঘোষণা
ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশান চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ফরিদপুর-১ আসনসহ দেশের বিভিন্ন এলাকার ৩৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার সংলগ্ন মরহুম খন্দকার ফজলুল করিমের সন্তান। তিনি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, বোয়ালমারী উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ