নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে : মাহদী আমিন
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নানা উপায়ে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।মাহদী আমিন জানান,
একটি বিশেষ রাজনৈতিক দল স্বার্থ হাসিল করতে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। এ সময় বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে তদন্তের দাবিও জানান তিনি। তিনি বলেন,
‘১১ জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।‘তিনি আরও জানান,
ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো আইডি নেই। ডাক্তার জুবাইদা রহমানের নামেও কোনো আইডি নেই। তাই কাউকে বিভ্রান্ত না হওয়ার তিনি আহ্বান জানান।
এনএন/ধ্রুবকন্ঠনানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে : মাহদী আমিন