ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আজ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, চিকিৎসাধীন ৬৯ জন

আজ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৬৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৯ জন ও সিলেট বিভাগে ২ জন সাত জন রয়েছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬১ জন। এর মধ্যে ৫৯ দশমিক শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী রয়েছেন।  এমএইছ /ধ্রুবকন্ঠ

আজ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, চিকিৎসাধীন ৬৯ জন