ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঘুষের টাকাসহ আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

মৃত শিক্ষিকার পেনশন বাবদ নেওয়া ঘুষের লক্ষাধিক টাকাসহ দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেপ্তার হয়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম।আজ বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ওই দপ্তরে আগে থেকে ওৎ পেতে ছিলেন দুদক কর্মকর্তারা।দুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগ করেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী গত বছর মৃত্যুবরণ করেন। মৃত স্ত্রীর পেনশন সংক্রান্ত বিষয়ে তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন।এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার কাছে ঘুষ দাবি করেন। এ বিষয়ে তিনি দুদকে অভিযোগ করেন এবং তাদের পরামর্শে আজ (বুধবার) বিকেলে তিনি ওই কর্মকর্তার হাতে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেন। এসময় তাকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা ও পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

ঘুষের টাকাসহ আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার