রাজধানীতে নির্বাচন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজধানীতে নির্বাচন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি
(ডিআরইউ)
ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পিআইবি কনফারেন্স রুমে শুরু হওয়া ‘নির্বাচন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’
চলবে শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত। আয়োজকদের মতে,
এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি পাবে,
নির্বাচনের সর্বশেষ আইন,
বিধি ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা মিলবে এবং নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন সংবাদ পরিবেশনে সাংবাদিকরা আরো সক্ষম হবেন। প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীরা নির্বাচনি সাংবাদিকতার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে প্রশ্নের উত্তর পান।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশে কোনো নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় জাতি বর্তমানে একটি কঠিন সময় বা ‘পুলসিরাত’ অতিক্রম করছে। দেশি-বিদেশি নানা সংকট মোকাবেলা করে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ও স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণই এখন সময়ের প্রধান চ্যালেঞ্জ।”তিনি আরো বলেন, ‘প্রথাগত সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল যুগে সাংবাদিকতাকে এখন ইউটিউবার ও টিকটকারদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, যাদের একটি অংশ তথ্য বিকৃতি ও গুজব ছড়াচ্ছে। এসব মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের আরো অনুসন্ধানী, তথ্যভিত্তিক এবং আকর্ষণীয় উপস্থাপনায় মনোযোগী হতে হবে।’একই সঙ্গে তিনি সাংবাদিকদের কেবল সমালোচক নয়, বরং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান।আগামীকাল
শুক্রবার
প্রশিক্ষণের
সমাপনী
দিন।
এদিন
ফ্যাক্ট
চেকিং,
তথ্য
যাচাই
(ভেরিফিকেশন),
আর্কাইভিং
এবং
অ্যাডভান্সড
সার্চ
কৌশল
বিষয়ে
হাতে-কলমে প্রশিক্ষণ
অনুষ্ঠিত
হবে।
এনএম/ধ্রুবকন্ঠ