স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক আবদুর রহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল রবিবার
(১১ জানুয়ারি) আব্দুর রহিম আদালতে আত্মসমর্পণ করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আবদুর রহিম উপজেলার চরমোহনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি রায়পুর ইউনিয়নের চালিতাতলী এলাকার বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক।মামলার অভিযোগে উল্লেখ করা হয়,
গত বছরের ২৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামে শিক্ষক রহিমের বাসায় ওই ছাত্রী ও তার ভাইকে প্রাইভেট পড়ান। এক পর্যায়ে ছাত্রীর ভাইকে চিপস আনতে দোকানে পাঠিয়ে ছাত্রীকে তিনি যৌন হয়রানি করেন।ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে ওই রাতেই মা বাদী হয়ে রায়পুর থানায় আবদুর রহিমের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করেন।অভিযোগ অস্বীকার করে আবদুর রহিম সাংবাদিকদের বলেন,
‘শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের আগের পারিবারিক বিরোধ রয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানো হয়েছে।‘ এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান,
ঘটনার পর শিশুটির মা মামলা করেন। এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।অভিযুক্ত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করলে
বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ