ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আশুলিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার

আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ধরতে যাওয়ায় এসআই মনিরুল ইসলামসহ ৪ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার।এর আগে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার শিহাব হোসেন (২২) আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে।তিনি ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানা গেছে।অন্যদিকে হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম, কনস্টেবল ফারুকসহ আরো দুই পুলিশ সদস্য। তাদের মধ্যে এসআই মনিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আশুলিয়া থানার এসআই মো. মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়।তাদের মধ্যে এসআই মনিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ এনএম/ধ্রুবকন্ঠ

আশুলিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার