আক্কেলপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
জয়পুরহাটের আক্কেলপুরে খেলতে
গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে ২ বছর ৩ মাস বয়সী রুহি আক্তার নামের এক
শিশুর মৃত্যু হয়েছে।আজ রবিবার (১১ জানুয়ারি)
বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি আক্তার পৌরসভার পশ্চিম বিহারপুর এলাকার
রাকিবুল ইসলাম রাজের মেয়ে।স্থানীয় ও পরিবার সূত্রে
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রুহি বাড়ির পাশে আরো কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল।একপর্যায়ে সবার অগোচরে সে
পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু
করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে উপুড় হয়ে ভাসতে থাকা অবস্থায় রুহিকে দেখতে
পান তারা। এ সময় তাকে উদ্ধার করে দুপুর ১২টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুর দাদা নুরুন্নবী
বকুল বলেন, ‘আমি বাজার থেকে বাড়িতে ফিরে নাতনিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ
করি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে উপুড় হয়ে ভাসতে দেখে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের
কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হানুল ইসলাম বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই পানিতে
ডুবে তার মৃত্যু ঘটে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শিশুটির হাত-পা ফ্যাকাশে হয়ে গিয়েছিল।পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে
মৃত ঘোষণা করা হয়েছে।আক্কেলপুর থানার ওসি (তদন্ত)
মোমিনুল ইসলাম বলেন,খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রুহি মারা গেছে। ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে। আমাদের পক্রিয়া চলমান আছে।
এনএম/ধ্রুবকন্ঠ