ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাহাড়ের শান্তি রক্ষায় সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাহাড়ের জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাপ্তাই-রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ। ইতোমধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে কাপ্তাই সেনা জোনের আয়োজনে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়র সভায় এ কথা বলেন জোন কমান্ডার। সভায় জোন কমান্ডার লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ পিএসসি জানান, কাপ্তাই ও রাজস্থলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এসময় পাহাড়ে পরিচয়পত্রবিহীন বহিরাগত লোকজনদের নজরদারিতে রাখা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে চলবে এ অভিযান।  এমএইছ/ধ্রুবকন্ঠ

পাহাড়ের শান্তি রক্ষায় সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার