ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোসক সাংবাদিক সমিতির ১ বছর পূর্তি উদযাপন

সত্য প্রকাশে আপোষহীন নিরন্তর শ্লোগান নিয়ে পথচলার এক বছর পার করেছে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতির ১ম বর্ষ পূর্তি উদযাপন ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্নাঢ্য অনুষ্ঠানের। আজ রবিবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসের স্থানীয় এক মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরে আলোচনা সভা ও জাঁকজমক ভাবে কেক কেটে উদযাপন করা হয় নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির ১ম বর্ষ পূর্তি। নোসক সাংবাদিক সমিতির সদস্য সচিব মোঃ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক, নোসক সাংবাদিক সমিতির উপদেষ্টা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আজিম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ জাকির হোসেন নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং সাংবাদিক সমিতির সদস্যদেরকে অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সাংবাদিকতা শব্দদ্বয় একে অপরের পরিপূরক।আমরা আশা করি নোসক সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আরো বহুদূর এগিয়ে যাবে। এসময় তিনি কলেজ ক্যাম্পাসের ছোট বড় সকল সফলতা ও অসঙ্গতি গুলো গণমাধ্যমে তুলে আনার আহ্বান জানান। ২০২৪ সালের ৩ ডিসেম্বর ক্যাম্পাসে কর্মরত কয়েকজন সাংবাদিকদের নিয়ে পথ চলা শুরু হয় এই সংগঠনের। সাংবাদিকদের কলমের ছোঁয়ায় কলেজ প্রশাসন, খেলাধুলা, রাজনীতি, অপরাধ, পরিবেশ, সংস্কৃতি সহ ক্যাম্পাসের যাবতীয় সফলতা, কৃতিত্ব ও অসঙ্গতিগুলো উঠে আসে গণমাধ্যমের পাতায়।অশুভ শক্তির নানা হুমকি, চাপ প্রয়োগ এবং একই সাথে সৃজনশীলতা বৃদ্ধি, লেখালেখি চর্চা ও আনন্দদায়ক অনেক অভিজ্ঞতা হয় এই সংগঠনের সাংবাদিকদের। হাতে -কলমে উঠে আসে ক্যাম্পাসের অনেক বিষয়। ক্যাম্পাসের ছাত্র সংসদ অকার্যকর হওয়ায় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের অধিকার আদায়েও সরব থেকেছে বিভিন্ন সম। বিশ্ব পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার চ্যালেঞ্জও বেড়ে গেছে বহুগুণে। ফেক নিউজ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমিক পরিবেশ সহ সব মিলিয়ে নিত্য নতুন বাস্তবতায় প্রতিনিয়ত বস্তুনিষ্ঠতার সাথে কাজ করে যাচ্ছে নোসক সাংবাদিক সমিতি ।  এনএম/ধ্রুবকন্ঠ

নোসক সাংবাদিক সমিতির ১ বছর পূর্তি উদযাপন