ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা

সীমানা  সংক্রান্ত  আইনি  জটিলতার  কারণে  ত্রয়োদশ  জাতীয়  সংসদ  নির্বাচনে  পাবনা-১  ও  পাবনা-২  আসনের  ভোট  কার্যক্রম  আপাতত  স্থগিত  রাখার  সিদ্ধান্ত  নিয়েছে  নির্বাচন  কমিশন  (ইসি)।  আদালতের  নির্দেশনার  পরিপ্রেক্ষিতে  ৩০০  সংসদীয়  আসনের  মধ্যে  এই  দুই  আসনের  ক্ষেত্রে  নির্বাচন  সংক্রান্ত  কার্যক্রম  বন্ধ  থাকবে। নির্বাচন  কমিশনার  আব্দুর  রহমানেল  মাছউদ  জানান,  বৃহস্পতিবার  রাতে  আদালতের  আদেশ  পাওয়ার  পরই  কমিশন  এ  সিদ্ধান্ত  গ্রহণ  করে। শুক্রবার  তিনি  আরও  বলেন,  সুপ্রিম  কোর্টের  আপিল  বিভাগের  নির্দেশ  অনুযায়ী  পরবর্তী  কোনো  আদেশ  না  দেওয়া  পর্যন্ত  পাবনা-১  ও  পাবনা-২  আসনে  ভোটের  সব  কার্যক্রম  স্থগিত  থাকবে। ঘোষিত  তফসিল  অনুযায়ী  আগামী  ১২  ফেব্রুয়ারি  দেশের  ত্রয়োদশ  জাতীয়  সংসদ  নির্বাচন  অনুষ্ঠিত  হওয়ার  কথা  রয়েছে।  একই  দিনে  জুলাই  সনদ  বাস্তবায়ন  প্রশ্নে  গণভোট  আয়োজনের  ঘোষণাও  দিয়েছে  নির্বাচন  কমিশন। বাংলাদেশের  ইতিহাসে  এই  প্রথম  জাতীয়  সংসদ  নির্বাচন  ও  গণভোট  একসঙ্গে  অনুষ্ঠিত  হতে  যাচ্ছে।  নির্বাচন  কমিশনের  সিদ্ধান্ত  অনুযায়ী,  জাতীয়  নির্বাচনের  ব্যালট  পেপার  হবে  সাদা  রঙের  এবং  গণভোটের  ব্যালট  হবে  গোলাপি  রঙের। মনোনয়নপত্র  যাচাই  শেষে  বর্তমানে  মনোনয়ন  বাতিলের  বিরুদ্ধে  আপিল  প্রক্রিয়া  চলছে,  যা  আগামী  ১১  জানুয়ারি  পর্যন্ত  চলবে।  আপিল  নিষ্পত্তি  করা  হবে  ১২  থেকে  ১৮  জানুয়ারির  মধ্যে।  এরপর  রাজনৈতিক  দল  ও  স্বতন্ত্র  প্রার্থীরা  ২০  জানুয়ারি  পর্যন্ত  প্রার্থিতা  প্রত্যাহারের  সুযোগ  পাবেন। চূড়ান্ত  প্রার্থী  তালিকা  প্রকাশ  ও  প্রতীক  বরাদ্দ  নির্ধারিত  রয়েছে  ২১  জানুয়ারি।  নির্বাচনী  প্রচারণা  শুরু  হবে  ২২  জানুয়ারি  থেকে  এবং  তা  চলবে  ভোটের  আগের  দিন  ১০  ফেব্রুয়ারি  সকাল  সাড়ে  ৭টা  পর্যন্ত।  এমএইছ  /  ধ্রুবকন্ঠ

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা