নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মাহফুজ আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।আজ সোমবার
(২৯ ডিসেম্বর) একাধিক গণমাধ্যমকে বিষয়টি তিনি
নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)
আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও আজ সোমবার
(২৯ ডিসেম্বর) জমা দেওয়ার শেষ দিনে তিনি তা জমা দেননি।২০২৪ এর গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।এদিকে,
গতকাল রবিবার জামায়াত ও সমমান দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ ফেসবুকে লেখেন,
এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।
এনএম/ধ্রুবকন্ঠ