জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, সামনে নির্বাচনকে ঘিরে পরিস্থিতি নানাভাবে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে।আজ সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড ব্যবহার করে দেশকে আবারও বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।একই অনুষ্ঠানে পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধর্মকে ব্যবহার করে ভোট ব্যবসা করা যাবে না। দেশের মানুষ এখন আর বোকা নয়, যারা ভালো কাজ করবে তাকে মানুষ ভোট দেবে। এনএম/ধ্রুবকন্ঠ