ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ মোট ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সরকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটকদের মধ্যে চাঁরজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীনে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। এ ছাড়া একই দিনে বাঘাডাঙ্গা বিওপির টহলদল বাঘাডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ভুট্টাক্ষেত থেকে আসামিবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এনএম/ধ্রুবকন্ঠ