বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভায় তারেক রহমান
সদ্য
প্রয়াত
সাবেক
প্রধানমন্ত্রী
ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা
জিয়ার
নাগরিক
শোকসভাস্থলে
আসতে
শুরু
করেছেন
আমন্ত্রিতরা।
আজ
শুক্রবার
(১৬
জানুয়ারি)
জুমার
নামাজের
পর
জাতীয়
সংসদ
ভবনের
দক্ষিণ
প্লাজায়
শোকসভা
শুরু
হওয়ার
কথা
থাকলেও
দুপুর
সাড়ে
১২টা
থেকেই
আমন্ত্রিতদের
প্রবেশ
শুরু
হয়।সংসদ
ভবনের
৬
নম্বর
গেটে
আগতদের
ভিড়
লক্ষ্য
করা
গেছে।
একই
সঙ্গে
সংসদ
ভবনের
বাইরেও
বিএনপির
নেতাকর্মীদের
উপস্থিতি
রয়েছে।
এরই
মধ্যে
বেগম
খালেদা
জিয়ার
শোকসভায়
উপস্থিত
হয়েছেন
বিএনপি
চেয়ারপারসন
তারেক
রহমান।সরেজমিনে
দেখা
গেছে,
জুমার
নামাজের
পর
সংসদ
ভবনের
৬
নম্বর
প্রবেশ
গেটে
ভিড়
বাড়তে
থাকে।
সময়ের
সঙ্গে
সঙ্গে
ভিড়
আরও
বাড়ছে।
দলীয়
নেতাকর্মীদের
পাশাপাশি
বিভিন্ন
পেশাজীবী
শ্রেণির
মানুষও
শোকসভায়
অংশ
নিচ্ছেন।
এছাড়া
বিভিন্ন
দেশের
দূতাবাসের
কূটনীতিকদের
আগমনও
লক্ষ্য
করা
গেছে।
সংসদ
ভবনের
৬
নম্বর
গেট
দিয়ে
একাধিক
দূতাবাসের
গাড়ি
প্রবেশ
করতে
দেখা
যায়।নাগরিক
সমাজের
উদ্যোগে
আয়োজিত
এই
শোকসভাকে
কেন্দ্র
করে
প্রবেশে
কঠোর
নিয়ন্ত্রণ
আরোপ
করা
হয়েছে।
দলীয়ভাবে
সরবরাহ
করা
নির্ধারিত
কার্ড
ছাড়া
কাউকে
সভাস্থলে
প্রবেশ
করতে
দেওয়া
হচ্ছে
না।
এমনকি
যাঁরা
গাড়ি
নিয়ে
আসছেন,
তাঁদের
ক্ষেত্রেও
যানবাহন
প্রবেশের
কার্ড
না
থাকলে
গাড়ি
ঢুকতে
দেওয়া
হচ্ছে
না।
প্রবেশ
গেটে
বিপুল
সংখ্যক
আইনশৃঙ্খলা
বাহিনীর
সদস্য
মোতায়েন
রয়েছে।
পাশাপাশি
বিএনপির
পক্ষ
থেকে
নিয়োজিত
স্বেচ্ছাসেবকরাও
দায়িত্ব
পালন
করছেন।
বিএনপির
দলীয়
স্বেচ্ছাসেবকরা
জানান,
অনুষ্ঠানে
প্রবেশে
কড়াকড়ি
আরোপ
করা
হয়েছে
এবং
শুধু
নির্ধারিত
কার্ডপ্রাপ্তরাই
ভেতরে
প্রবেশ
করতে
পারবেন।
তারা
আরও
বলেন,
যাঁরা
ভেতরে
প্রবেশ
করতে
পারবেন
না,
তারা
বাইরে
স্থাপিত
স্ক্রিনে
শোকসভার
কার্যক্রম
দেখতে
পারবেন।
জাতীয় সংসদ
ভবনের
গেটের
বাইরে
অবস্থানরত
কয়েকজন
বিএনপি
সমর্থক
জানান,
জিয়া
পরিবারকে
ভালোবেসে
এবং
আপোষহীন
নেত্রীর
জন্য
দোয়া
করতেই
তারা
সেখানে
এসেছেন।
উল্লেখ্য,
বেগম
খালেদা
জিয়ার
নাগরিক
শোকসভাকে
ঘিরে
কঠোর
নিরাপত্তাব্যবস্থা
গ্রহণ
করা
হয়েছে।
একই
সঙ্গে
দলীয়ভাবে
ব্যাপক
প্রস্তুতিও
নেওয়া
হয়েছে
বলে
জানা
গেছে।
এনএম/ধ্রুবকন্ঠ