ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনের প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। বেগম জিয়া দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সাহসী ভূমিকা রেখেছেন- তা জাতি আজীবন মনে রাখবে।’গতকাল রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর ডেমরা থানার ৬৯নং ওয়ার্ডে এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল বেগম খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে। তিনি ছিলেন একজন অনুকরণীয় নেতা, যিনি আজীবন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন।‘তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যে গণতন্ত্রের মশাল উনার হাতে দিয়েছিলেন, দেশনেত্রী তা তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম জিয়ার ভাবনা ও আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে।‘ উল্লেখ্য, দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। এ সময় ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনএম/ধ্রুবকন্ঠ

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী