ফের দাম বেড়েছে বিশ্ববাজার স্বর্ণের, রুপায় নতুন রেকর্ড
মার্কিন যুক্তরাষ্ট্রে
এই মাসেই সুদের হার কমতে পারে—এমন প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভের নতুন নেতৃত্ব
পরিবর্তনের সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চে
পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামও বেড়েছে।আজ সোমবার (১
ডিসেম্বর) গ্রিনিচ মান সময় অনুযায়ী, দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম
০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৫ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়, যা ২১ অক্টোবরের
পর সর্বোচ্চ। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দাম ০.৮ শতাংশ
বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৯০ দশমিক ৭০ ডলার হয়।রুপার দাম
১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৫৭ দশমিক ৪৬ ডলার হয়েছে। দিনের শুরুতে এটি
সর্বোচ্চ ৫৭ দশমিক ৮৬ ডলার স্পর্শ করে।ইউবিএস বিশ্লেষক
জিওভানি স্টাউনোভো বলেন, “বাজারে আবারও ডিসেম্বরের সুদ কমানোর আশা তৈরি হয়েছে।
পাশাপাশি ধারণা করা হচ্ছে, নতুন এফওএমসি চেয়ারম্যান নরম অবস্থানের হবেন, যা
স্বর্ণে বিনিয়োগকে আরও উৎসাহ দিচ্ছে।”তিনি আরও
বলেন, “রুপাও একই কারণে সুবিধা পাচ্ছে, পাশাপাশি আগামী বছরে শিল্পখাতে এর চাহিদা
আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।”সাম্প্রতিক
কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দুর্বল অর্থনৈতিক ডেটা এবং ফেড কর্মকর্তাদের
নরম মন্তব্যের পর ডিসেম্বরের সুদ কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সিএমই ফেডওয়াচ
টুল অনুযায়ী, বাজার এখন ৮৮ শতাংশ সম্ভাবনা দেখছে যে ডিসেম্বরেই সুদ কমানো হতে
পারে।সুদ কমলে ফলনবিহীন
সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আকর্ষণ বাড়ে।হোয়াইট হাউসের
অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, তাকে মনোনীত করা হলে তিনি নতুন ফেড
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও
কম সুদের পক্ষে অবস্থান করছেন। ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, বড়দিনের আগেই
নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন ট্রাম্প।বুধবার
প্রকাশিত হতে যাওয়া নভেম্বরে এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবার আসন্ন
মার্কিন পি-সিই (ব্যক্তিগত ভোগব্যয়) ডেটা—ফেডের নীতি সম্পর্কে বাজারকে আরও ইঙ্গিত
দিতে পারে।
এদিকে, ডলার দুই
সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে, ফলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারের ভিত্তিক
স্বর্ণ কেনা আরও সস্তা হয়েছে। স্টাউনোভো জানান, “আগামী বছর স্বর্ণের দাম
আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলার ও রুপার দাম ৬০ ডলার পর্যন্ত উঠতে পারে।”
অন্যান্য মূল্যবান ধাতুর
মধ্যে প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ দশমিক ৯৫ ডলার, আর
প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৬ দশমিক ২৮ ডলার।
এনএম/ধ্রুবকন্ঠ