ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দুর্গাপুরে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৭ নং কান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বন্দউষান বাজার এলাকায় আজ বিকাল ৩টা ৩০ মিনিটে আওয়ামী লীগের প্রায় ৫০ জনের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এসব নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তাদের দলীয় সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।যারা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন, তারা হলেন—১. মোঃ রফিকুল ইসলাম২. মোঃ নিজাম উদ্দিন৩. আব্দুল মান্নান (মেম্বার)৪. মোঃ ইলিয়াস আহমেদ৫. মোঃ তুষার ইমরান প্রান্ত৬. মোঃ বিল্লাল হোসেন৭.রফিকুল ইসলাম (রতন) নবাগত নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা বিএনপিতে যোগদান করেছেন।এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুনদের সক্রিয় অংশগ্রহণে দুর্গাপুর উপজেলায় বিএনপির রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।  এনএম/ধ্রুবকন্ঠ

দুর্গাপুরে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান