ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোলাবাসী দাবিতে শাহবাগ মোড় অবরোধ

রাজধানীতে বসবাসরত ভোলাবাসী দাবি আদায়ে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন২. ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা৩. গ্যাস সংযোগ প্রদান৪. অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন৫. ভোলা-বরিশাল সেতু নির্মাণ শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ তাদের প্রধান দাবি, যা ভোলার প্রতিটি মানুষের সমর্থন পেয়েছে।তারা জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও দুই অঞ্চলের সংযোগ বাড়াতে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে এসেছি। আশা করি সরকার দ্রুত ভোলা-বরিশাল সেতুর উদ্যোগ নেবে।’আন্দোলনকারীরা জানান, কয়েকদিন ধরে তারা শাহবাগে এই পাঁচ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।আজকের মিছিলে হাজারো ভোলাবাসী অংশ নেন। তাদের দাবি, সেতু নির্মাণ হলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। আন্দোলনস্থলে ঢাকায় বসবাসরত ভোলাবাসী নানা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং দাবি বাস্তবায়নের আহ্বান জানান।  এনএম/ধ্রুবকন্ঠ

ভোলাবাসী দাবিতে শাহবাগ মোড় অবরোধ