সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সুলতান সহ তিনজন গুরুতর আহত
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার
বাড়াইপাড়া এলাকায় গতকাল দুপুর প্রায় ১ টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
ঘটে। বাড়াইপাড়া থেকে ফেরার পথে
যাত্রীবাহী একটি মিশুক গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছে
ধাক্কা লাগে। মিশুকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ সময় দুর্ঘটনাটি ঘটে।
এতে তিনজন গুরুতর আহত হন।আহতদের মধ্যে রয়েছেন পীরগঞ্জ
বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানিত সদস্য সুলতান, সাংবাদিক আনোয়ার হোসেনের ক্যামেরা পার্সন
ও ভিডিও এডিটর সুলতান বিন জামাল। একই অটোতে থাকা আরও দুই যাত্রীও
গুরুতর আহত হন।স্থানীয়রা জানান, বাড়াইপাড়ার
যে স্থানে দুর্ঘটনাটি ঘটে, এলাকাবাসীর কাছে সেটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ ও ‘দূষিত
স্থান’ হিসেবে পরিচিত। এ স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তাদের দাবি।দুর্ঘটনার পর আশপাশের লোকজন
দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহত তিনজনই বাড়িতে অবস্থান
করছেন, তবে তাদের আঘাত গুরুতর হওয়ায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। আহতদের মাথা,
বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানা গেছে।সবার পক্ষ থেকে আহতদের দ্রুত
সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেছেন, বাড়াইপাড়ার
এই দুর্ঘটনাপ্রবণ স্থানে দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন
করা জরুরি।আল্লাহ যেন সকল আহতকে দ্রুত
আরোগ্য দান করেন।
এনএম/ধ্রুবকন্ঠ