ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের সংবর্ধনা নিয়ে যে আহ্বান জামায়াতের

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় কি না সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।তিনি বলেন, একটি দল দেশের মানুষকে বিভিন্ন কার্ড দেয়ার কথা বলছে, যা আচরণবিধির সুস্পষ্ট খেলাপ। আচরণবিধি নিয়ে প্রথম দিন থেকেই কঠোর অবস্থায় জামায়াত। অন্য কোনো দল আচরণবিধি লঙ্ঘন করলে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কেউ কেউ ভিভিআইপি সুবিধা পেলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। আমাদের শীর্ষ নেতাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।মাহবুব জুবায়ের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে কথা হয়েছে। সিসি ক্যামেরা না থাকলে অসৎ লোকরা সুযোগ পেয়ে যাবে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার নিয়েও বলেছি। কমিশনও বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আমাদের জানিয়েছেন।এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমানের সংবর্ধনায় আচরণ বিধি লঙ্ঘন হয় কি না তা রিটার্নিং কর্মকর্তা দেখবেন।   এমএইছ /  ধ্রুব্কণ্ঠ

তারেক রহমানের সংবর্ধনা নিয়ে যে আহ্বান জামায়াতের