ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধা নারীর
ব্রাহ্মণবাড়িয়ার
নবীনগরে ট্রাকের ধাক্কায় মোছা. রুমুজা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারুই ব্রাক্ষণহাতা বাসস্ট্যান্ড এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। নিহত রুমুজা ওই এলাকার মৃত সুদন মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্র
জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক রুমুজা খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর ঘাতক
ট্রাকটিকে আটক করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।স্থানীয়দের
দাবি, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে নজরদারি বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদে
রাস্তা পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার
সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল
ইসলাম বলেন, ‘ঘাতক ট্রাকটিসহ একজনকে আটক করা হয়েছে।এ
ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন।’
এমএইছ/ধ্রুবকন্ঠ