আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : জিলানী
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন,
“দেশের বড় বড় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন জরিপে দেখা গেছে বিএনপি ৭০ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি যদি এ এলাকা থেকে এমপি হয়ে সংসদে যেতে পারি তা হলে এ এলাকার মানুষদের উন্নয়নে কাজ করতে পারব।“আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এস
এম
জিলানী
বলেন,
‘আমি
আগেও
এ
আসন
থেকে
দুইবার
নির্বাচন
করেছিলাম।
কিন্তু
ভোটারদের
কাছে
গিয়ে
ভোট
চাইতে
পারিনি।
তখন
ভোট
চাইবার
কোনো
পরিবেশ
ছিল
না।
এখন
একটি
পরিবেশ
তৈরি
হয়েছে। আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন।’এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, ‘আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করব।’এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, পোলসাইর গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি নকুল কুমার বৈরাগীসহ বিপুলসংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এনএম/ধ্রুবকন্ঠ