মিরপুর চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে সিংহ
ঢাকার জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে গেছে। সিংহটিকে নিয়ন্ত্রণের
চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সিংহটি কাউকে আঘাত করেনি বলে
নিশ্চিত করেছে প্রশাসন।শুক্রবার
(৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় চিড়িয়াখানার
পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি জানান, চিড়িয়াখানার মাঠ এলাকার
একটি খাঁচা থেকে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি বের হয়ে আসে।পরিচালক
বলেন, “ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাঁচার পাশেই শুয়ে
রয়েছে। আমাদের একাধিক গানম্যান প্রস্তুত অবস্থায় আছে। সিংহটি সামান্য নড়াচড়া করলেই
শুট করে নিয়ন্ত্রণে আনা যাবে।”সিংহটি
কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, “হয়তোবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও
কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি। এ
ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে।’তিনি
আরও বলেন, “সিংহ এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা পুরো এলাকা ঘিরে রেখেছি। তাই
ভয়ের কোনো কারণ নেই।”
এমএইছ/ধ্রুবকন্ঠ