মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রংপুরের জয়
শেষ
ওভার করতে এসে রাজশাহী ওয়ারিয়র্সের কথা হয়তো মনে পড়েছিল মুস্তাফিজুর রহমানের। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে সুপার ওভারে বোলিংয়ে এসে ম্যাচ জেতাতে পারেননি তিনি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাই হয়তো পণ করেছিলেন। রংপুরকে জয় এনে দিতে হবে। আজ পেরেছেনও মুস্তাফিজ। ৬
বলে ১০ রানের সমীকরণে জাদু দেখিয়েছেন তিনি। বাঁহাতি পেসারের স্লোয়ার, কাটার ও ইয়র্কারে বিভ্রান্ত হয়ে মাত্র ৪ রান নিতে পেরেছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। তাতে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর। রংপুরের টানা দ্বিতীয় জয়ে ভেস্তে গেছে মিঠুনের ফিফটি। সর্বশেষ দুই ম্যাচে জয় না পাওয়া ঢাকার মুখে আজ হাসি এনে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। কিন্তু শেষটা মেলাতে পারলেন না ৫৬ রানে অপরাজিত থাকা ঢাকার অধিনায়ক। অথচ, রান তাড়ার শুরু থেকে ম্যাচটা তাদের হাতেই ছিল। তবে শেষ ওভারে মুস্তাফিজ সব সমীকরণ পাল্টে দিলেন।এর আগে মাহমুদ উল্লাহর ফিফটিতে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর। এবারের বিপিএলে প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫১ রানের। তার ৭ চারের ইনিংসের বিপরীতে শেষ দিকে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দেন খুশদিল শাহ। ১৮০.৯৫ স্ট্রাইরেটের ইনিংসে ৪ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের অলরাইন্ডার।এ
ছাড়া আজ তিনে নেমে ৩৩ রান করেছেন রংপুরের
হয়ে আগের তিন ম্যাচে ওপেন খেলা ডেভিড মালান। ঢাকার হয়ে সর্বোচ্চ
২টি উইকেট নিয়েছেন
জিয়া উর রহমান।
এমএইছ /ধ্রুবকন্ঠ