শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয়ের নায়ক সিকান্দার রাজা
দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে নাটকীয় এক জয় দেখল ক্রিকেট বিশ্ব। শেষ বলে জয়ের জন্য পার্ল রয়্যালসের প্রয়োজন ছিল ২ রান। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে ১ রান হলেই ম্যাচ যেত সুপার ওভারে। তবে এমন সময় ১০-১৫ গজের ভেতর বাড়ানো হয় ফিল্ডার।তাই সিঙ্গেলের চিন্তা না করে ঝুঁকি নিয়ে ছক্কা হাঁকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। এতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও নিজেদের করে নিয়েছে পার্ল রয়্যালস। প্রথমে ব্যাট করে এইডেন মার্করামের ফিফটির উপর ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। তবে ৬ উইকেট হাতে রেখেই ১৮৭ রানের এই লক্ষ্য টপকে যায় পার্ল রয়্যালস।পার্লের হয়ে ঝড়ো ফিফটি করেন ড্যান লরেন্স (৬৩) ও রুবিন হারম্যান (৬৫*)। ১৯তম ওভারে পার্ল ১৩ রান তোলার পর শেষ ওভারে মাত্র ৬ রানের প্রয়োজন ছিল। তৃতীয় ও চতুর্থ বল ডট দেওয়ার পর ২ বলে তাদের দরকার পড়ে ৩ রান। এরপর আসে ১ রান। ডেভিড ভিসার শেষ ডেলিভারিতে লম্বা ছয় হাঁকিয়ে উল্লাসে মাতেন সিকান্দার রাজা। ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রান করেন জিম্বাবুইয়ান তারকা। ডারবানের পক্ষে দুটি উইকেট নেন ইথান বশ। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১–এ নামিয়ে আনল পার্ল রয়্যালস। যদিও ক্যাপিটালস এক ম্যাচ বেশি খেলেছে।পার্ল ৭ ম্যাচে
১৯ পয়েন্ট নিয়ে
দুই এবং ৮
ম্যাচে ২০ পয়েন্ট
নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস শীর্ষে আছে। পয়েন্ট
টেবিলে ডারবানের অবস্থান সুখকর নয়। ৯
ম্যাচে ১৪ পয়েন্ট
নিয়ে ৬ দলের
মধ্যে তাদের অবস্থান পঞ্চম।
এনএম/ধ্রুবকন্ঠ