ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চুনারুঘাটে দুই ইটভাটা মালিককে জরিমানা দুই লাখ টাকা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ।সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিতালি ব্রিকস ও দি সান ব্রিকস কর্তৃপক্ষকে পৃথকভাবে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন।অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. ইউসুফ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    এনএম/ধ্রুবকন্ঠ

চুনারুঘাটে দুই ইটভাটা মালিককে জরিমানা দুই লাখ টাকা