ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুমিল্লা মেঘনা নদীপথে চাঁদাবাজির অভিযোগে আটক ২

কুমিল্লা জেলা মেঘনা নদীপথে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পাড়ারবন ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার পাড়ারবন গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) ও একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২৩)।অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত একটি নৌকা, একটি রামদা ও দুটি লোহার রড জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার সদস্যের চাঁদাবাজি চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়। আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা প্রক্রিয়াধীন।’ স্থানীয় নদীপথে নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।  এনএম/ধ্রুবকন্ঠ

কুমিল্লা মেঘনা নদীপথে চাঁদাবাজির অভিযোগে আটক ২