ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চট্টগ্রামে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার পরিকল্পনা

নগরে দীর্ঘদিনের হকার্স সমস্যার স্থায়ী সমাধানে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ফুটপাত দখল করে হকার ব্যবসা পরিচালনার ফলে নগরে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই সমস্যা নিরসনে পরিকল্পিতভাবে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট স্থাপন করা হবে।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নগরীর যানজটের অন্যতম কারণ হকার ব্যবসা। হকারদের কারণে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জনভোগান্তিও বাড়ছে। এ সমস্যা সমাধানে এর আগেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এখন দীর্ঘ মেয়াদী ও কার্যকর সমাধানের দিকে এগোনো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট ব্যবস্থা নগরীর যানজট ও হকার সমস্যার কার্যকর সমাধান দিয়েছে। চট্টগ্রামেও এই মডেল বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, হকার সমস্যা সমাধানে নগরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে চায়নার একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট ও স্টেশন রোড এলাকায় এ ধরনের মার্কেট নির্মাণ করা যেতে পারে। এছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে খালি জায়গায় হকারদের জন্য ভূমি বরাদ্দের চেষ্টা চলছে।সভায় আরো উপস্থিত ছিলেন সিএলসিসর সদস্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান, মো. তৈয়ব, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, কানিজ কাউসার চৌধুরী, মেয়রের উপদেষ্টা শাহরিয়ার খালেদ, এম আর মনজু প্রমুখ।  এমএইছ/ধ্রুবকন্ঠ

চট্টগ্রামে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার পরিকল্পনা