ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জমি নিয়ে বিবাদ: বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হারুনুর রশিদ বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের মৃত ছেলামত উল্লাহর ছেলে। তিনি নিহত আবু বকর ছিদ্দিকের আপন ছোট ভাই।র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে বসতবাড়ির সামনে জমিতে হালচাষ দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে হারুনুর রশিদ ধারালো ছুরি দিয়ে আবু বকর ছিদ্দিকের দুই পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য আসামিরা তাকে লাথি ও কিলঘুষি মারেন। পরে গুরুতর আহত অবস্থায় আবু বকর ছিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকায় ছায়া তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রধান অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।     এনএম/ধ্রুবকন্ঠ

জমি নিয়ে বিবাদ: বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার