চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি পিস্তুল, ৯টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।আজ সোমবার (সকাল ৯টা) উপজেলার মনোহরপুর সীমান্তের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।তিনি জানান, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের চেষ্টা চলছে।এই তথ্যের ভিত্তিতে গোপালপুর এলাকায় বিজিবি অভিযান চালায়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের বহন করা একটি ব্যাগ মোটরসাইকেল থেকে পড়ে যায়।বিজিবি জানিয়েছে, পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি পিস্তুল, ৯টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো ভারত থেকে পাচার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এনএম/ধ্রুবকন্ঠ