ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন অতন্দ্র প্রহরী : আনিসুল হক

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও অতন্দ্র প্রহরী বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।আনিসুল হক বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারাবরণ, অসুস্থতা ও দমন-পীড়নের মুখেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও সাংবিধানিক শাসনের প্রশ্নে কোনো আপস করেননি।’তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র যখন সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া রাজপথে দাঁড়িয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতার লোভ নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল দর্শন।’এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  এনএম/ধ্রুবকন্ঠ

গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন অতন্দ্র প্রহরী : আনিসুল হক