বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুবি সাদা দলের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী
দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয়তাবাদী
আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।আজ মঙ্গলবার (৩০
ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাদা দল কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা
প্রকাশ করা হয়।শোকবাণীতে জানানো
হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এবং দেশপ্রেমের
এক অদম্য প্রতীক। বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। যিনি তাঁর জীবদ্দশায়
কখনো আপোস করেননি। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগনের
অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা
দিবে। খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে জনগণের ভালোবাসা এবং
অকুণ্ঠ সমর্থনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনবার।'শোকবার্তায় আরও
জানানো হয়, 'তাঁর সরকারের দৃঢ়পদক্ষেপে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন মহান জাতীয় সংসদে
পাশ হয় এবং তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তাঁর ইন্তেকালে
দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো।'বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান ও প্রক্টর
প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সাদা
দলের অন্যান্য শিক্ষকবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, সাবেক
এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও
কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর
তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ (ডিসেম্বর)
সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন।
এনএম/ধ্রুবকন্ঠ