ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কিশোরগঞ্জে উপজেলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধ্য সাটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ফরিদ ওই গ্রামের মো. জুবায়েদ আলীর ছেলে।পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে ও ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফরিদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বলেন, ‌‌‘তদন্তে ওই মামলায় ফরিদ উদ্দীনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’  এনএম/ধ্রুবকন্ঠ 

কিশোরগঞ্জে উপজেলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক