ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এইচএসসিতে ৫১ ও এসএসসিতে ৯১ বৃত্তি পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বহুদিন ধরেই ধরে রেখেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আবারও সেই ধারাবাহিকতার উজ্জ্বল প্রমাণ রেখে ২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় বিপুল পরিমাণ বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটি অভিভূত করেছে শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের।চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১০ জন ট্যালেন্টপুলসহ মোট ৫১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। একইসঙ্গে এসএসসি পরীক্ষায় ৮ জন ট্যালেন্টপুলসহ ৯১ জন বৃত্তিপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানটিকে ঢাকা শিক্ষা বোর্ডের ৭ম স্থান অর্জনের সম্মান এনে দিয়েছে।বৃত্তি পাওয়ার এই অসাধারণ সাফল্য শিক্ষার্থীদের করেছে আপ্লুত–শিহরিত; অভিভাবকরা হয়েছেন গর্বিত; আর প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে আরো দূরে।প্রতিষ্ঠানের উন্নয়নযাত্রার এই পর্যায়কে শিক্ষকরা বলছেন এক নতুন অগ্রযাত্রার অধ্যায়। বৃত্তি প্রাপ্তির সাফল্য জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—সব স্তরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, প্রেরণা ও আত্মবিশ্বাসের ফুলকলি হয়ে ফুটে উঠছে।স্কুল ও কলেজ শাখার শিক্ষকদের এক অভ্যন্তরীণ সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এত বিপুল সংখ্যক বৃত্তি অর্জনের গৌরব এ পর্যন্ত অর্জন করতে পারেনি। এই অনন্য কৃতিত্বের দাবিদার হলো আমাদের মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষক–অভিভাবকদের নিষ্ঠা, সচেতনতা ও দায়িত্বশীলতার ফলেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বারবার অসাধ্য সাধন করছে।”বৃত্তি অর্জনের এই ধারাবাহিকতা শুধু শিক্ষার্থীদের সাফল্য নয়; এটি প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান ও ব্যবস্থাপনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে দেশ–বিদেশের উচ্চশিক্ষার অঙ্গনে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মেধাবীরা আরও বড় ভূমিকা রাখবে—এমনটাই আশা সংশ্লিষ্ট সবার।  এনএম/ধ্রুবকন্ঠ

এইচএসসিতে ৫১ ও এসএসসিতে ৯১ বৃত্তি পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ