নোসক ছাত্র-ছাত্রীদের অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফরম পূরণ, খাতা পূনর্মূল্যায়ন, ও মানোন্নয়ন ফি এর অস্বাভাবিক ও অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল,অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২ নভেম্বর) সকালে কয়েকটি বিভাগের শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন এর সাথে সার্বিক বিষয় ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লেখা একটি স্মারকলিপি অধ্যক্ষের হাতে তুলে দেয়। জানা গেছে, ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর প্রফেসর ইউনুসের নেতৃত্ব গঠিত অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেন প্রফেসর ড. আমান উল্লাহ কে। দায়িত্ব পেয়ে নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের আমূল সংস্কারের আশ্বাস দিলেও ধাপে ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের ফরম পূরণ ফি, খাতা মূল্যায়ন ফি, ভর্তি ফি সহ বিভিন্ন খাতে ফি বাড়িয়েই চলেছেন। যার সর্বশেষ সংযোজন ২০২১-২২ সেশনের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণের অস্বাভাবিক ও অযৌক্তিক ফি বৃদ্ধি। এই ফি পরিশোধ করে পড়ালেখা চালিয়ে যাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এতে করে সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ গুলোর কয়েক লাখ শিক্ষার্থী চরম ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে অস্বাভাবিক ও অযৌক্তিক ভাবে বৃদ্ধি করা অনার্স ৩য় বর্ষের চলমান ফরম পূরণের ফি সহ সকল ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান বিক্ষোভকারীরা।