কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে কলাতলী বীচ সমুদ্র এলাকা থেকে কোস্ট গার্ডের অভিযানে ৫ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। সেখান থেকে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ২০ জনকেও উদ্ধার করা হয়। আজ শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।মিডিয়া কর্মকর্তা জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ কয়েকজন ব্যক্তি কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে- এমন তথ্য পেয়ে শুক্রবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, স্টেশন ইনানী, হিমছড়ি, কক্সবাজার, মহেশখালী এবং কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।তার দেওয়া তথ্যমতে, অভিযান চলাকালে আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলেও তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বোটটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত বোটে তল্লাশী চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার এবং ৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এমএইছ / ধ্রুবকণ্ঠ