ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চাঁদপুরে ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকারকে (৫৫) গতকাল মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস ভাঙচুরের মামলায় ধারা ১৪৩/ ১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/ ৩২৪ / ৩৫৪ / ৩৭৯ /৪৩৫ / ৪৩৬ / ৩৮৫ /৪২৭ / ৩৪১ / ৩৪২ /৫০৬ / ৩৪ সহ বিস্ফোরক আইনের ৪/৫ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।মাওলানা মিজানুর রহমান উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামদাসেরবাগ গ্রামের মৃত আবুল কালাম খন্দকারের ছেলে। তিনি রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত।পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার আসামি মাওলানা মিজানুর রহমান।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেইজ ২-এর অভিযানের অংশ হিসেবে মাওলানা মিজানুর রহমান খন্দকারকে গ্রেপ্তার করা হয়।  এনএম/ধ্রুবকন্ঠ

চাঁদপুরে ওলামা লীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান গ্রেপ্তার