ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান সাবেক এলডিপি নেতার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক মহাসচিব ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ আহ্বান জানিয়েছেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।তিনি বলেন, ‘ইতোমধ্যে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই সব কমিটিতে যারা ছিলেন তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন। বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাই পূর্বের সব মতানৈক্য ও ভেদাভেদ ভুলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে।’  আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি চাই, সবাই এগিয়ে আসুন। আমার সঙ্গে আমার যেসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের নেতৃত্বে থেকে আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা করবেন।’ড. রেদোয়ান বলেন, ‘আমাকে বিএনপি গ্রহণ করে দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমার কোনো নেতাকর্মী কখনো চান্দিনার বিএনপির নেতাকর্মীর সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করলে আমার কাছে ক্ষমা পাবেন না।’এ সময় আরো উপস্থিত ছিলেন মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ কে এম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম ও জামসেদ আহমেদ জাকিসহ প্রমুখ।প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ।  এনএম/ধ্রুবকন্ঠ

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান সাবেক এলডিপি নেতার