ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লো এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নেয়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যেই তাকে বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দর ছেড়ে গেছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। এদিন সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমানটি।জানা গেছে, সিঙ্গাপুর পৌঁছতে সময় লাগতে পারে প্রায় সাড়ে তিন ঘণ্টার মত এবং বিমানের ভেতরে হাদির চিকিৎসার জন্য রয়েছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়া হাদির বড় ভাই যাচ্ছেন সঙ্গে।  এনএম/ধ্রুবকন্ঠ

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লো এয়ার অ্যাম্বুলেন্স