কক্সবাজারের টেকনাফে মুরগির খামার থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. শামীম (২০) নামের এক যুবককে আটক করে পুলিশ।আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে একই দিন সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় অভিযুক্ত শামীমের মুরগির খামারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক শামীম ওই পাড়ার আব্দুল আজিজের ছেলে।ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় কুতুবদিয়া পাড়ায় শামীমের খামারে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার হেফাজতে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে শামীমকে আটক করা হয়।’ এমএম/ধ্রুবকন্ঠ