ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আমেরিকার তাড়া করা তেলবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী পাঠালো রাশিয়া

আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী জাহাজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলার তেল পরিবহনে অভিযুক্ত ‘মেরিনেরা’ (পূর্বনাম বেলা ১) নামক জাহাজটিকে ধাওয়া করছে মার্কিন বাহিনী, আর সেটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে রুশ নৌবাহিনীর জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত ‘অবরোধ’ অমান্য করে ভেনেজুয়েলার তেল ও মাদক পাচারের অভিযোগে জাহাজটি জব্দের চেষ্টা করছে ওয়াশিংটন। গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্টগার্ড জাহাজটিতে ওঠার চেষ্টা করলে এটি নাটকীয়ভাবে নাম পরিবর্তন করে এবং গায়ানার বদলে রাশিয়ার পতাকা লাগিয়ে গতিপথ পরিবর্তন করে। বর্তমানে জাহাজটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে।মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন কমান্ড’ জানিয়েছে, তারা নিষিদ্ধঘোষিত জাহাজ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে প্রতিকূল আবহাওয়া এবং রুশ নৌবাহিনীর উপস্থিতির কারণে জাহাজটিতে ওঠা বর্তমানে মার্কিন বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অন্যদিকে, ক্রেমলিন বিষয়টিকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে জানিয়েছে, জাহাজটি আন্তর্জাতিক আইন মেনেই রাশিয়ার পতাকায় চলাচল করছে। পশ্চিমা দেশগুলোর ‘অসামঞ্জস্যপূর্ণ নজরদারি’ নিয়ে প্রশ্ন তুলেছে মস্কো। কয়েক দিন আগেই ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে কারাকাস থেকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর এই ঘটনা দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। এমএইছ /ধ্রুবকন্ঠ  

আমেরিকার তাড়া করা তেলবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী পাঠালো রাশিয়া