ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও নীতিমালা সংস্কারসহ বেশকিছু দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে রবিবার সকাল থেকে অবস্থান করেছে ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’।  আজ সন্ধ্যা ৬টা নাগাদ বিটিআরসি থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে মোবাইল ব্যবসায়ীরা এ কথা জানান।রবিবার দিনভর আন্দোলনের পর সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দাবিগুলো সংযোজন–বিয়োজন করে যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছে। এ বিষয়ে আগামীকাল সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যৌক্তিক সমাধান না হলে আন্দোলন চলবে বলেও তারা সতর্ক করেছেন।চলতি ডিসেম্বরের ১৬ তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন মোবাইল নিবন্ধন নীতিমালা। নীতিমালা কার্যকর হলে আমদানিকৃত মোবাইলের ক্ষেত্রে ৫৭ শতাংশ কর দিতে হবে। ফলে ১০ হাজার টাকার একটি মোবাইল ফোনের দাম দাঁড়াবে প্রায় ১৫ হাজার ৭০০ টাকা।আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে নিবন্ধন নীতিমালা সংস্কারসহ ৬ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। সন্ধ্যায় বিটিআরসির সঙ্গে ব্যবসায়ীদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে পরবর্তী বৈঠকে দাবি পূরণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।  এনএম/ধ্রুবকন্ঠ

মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা