দল ভুল করলেও আমি ভুল করব না : আনোয়ারুল ইসলাম
‘প্রায় ৫০ বছর ধরে জনগণের সঙ্গে আছি। চারবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী
হয়েছিলাম। দুইবার নির্বাচিত হয়েছিলাম। দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। তাই
জনগণের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সেই জনগণের চাওয়াতেই আমাকে সংসদ সদস্য
প্রার্থী হতে হবে। এতে দল ভুল করলেও আমি আনোয়ার ভুল করব না।’আজ
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবে মতবিনিময়সভায় এসব
কথা বলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম
আনোয়ারুল ইসলাম। তিনি নির্বাচনে স্বতন্ত্র
প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। এ
সময় তিনি বলেন, ‘এই নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে।
আমার কাছে মানুষের অনেক চাওয়া রয়েছে। সেই জনগণের চাওয়াতেই আমাকে সংসদ সদস্য
প্রার্থী হতে হবে। তা না হলে জনগণ আমাকে ক্ষমা
করবে না। এমনকি আল্লাহ তায়ালাও আমাকে ক্ষমা করবেন না। পাবনা-৩ আসনের মানুষ
দীর্ঘদিন ধরে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের অভাব অনুধাবন করছেন। তাই এই এলাকার
কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রত্যাশা পূরণে অতীতেও মাঠে ছিলাম,
ভবিষ্যতেও থাকব।’তিনি
বলেন, ‘বিভিন্ন সরকারি দপ্তরের জরিপ, দলের নিজস্ব জরিপসহ সব দপ্তরের জরিপে আমি এই
নির্বাচনী এলাকার জনপ্রিয়তায় প্রথম রয়েছি। এর
পরেও আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি বিএনপির বাইরে নয়। কিন্তু জনগণের চাওয়ায়
দলের বাইরে হলেও আমাকে সিদ্ধান্ত নিতে হবে।’দলীয়
সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়,
দলের চেয়ে দেশ বড়। তাই দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতি মানুষের
জন্য। মানুষ যদি আমাকে চায়, তাহলে আমি নির্বাচনের মাঠে থাকব।’বর্তমানে
পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কৃষক দলের সভাপতি
হাসান জাফির তুহিন।
এনএম/ধ্রুবকন্ঠ